
গণতন্ত্রের অর্থ যদি এই হয়, তাহলে আমরা কোন
তন্ত্রে আছি?
জগদীশচন্দ্র রায় (মুম্বাই)
২৬শে জানুয়ারী Republic Day অর্থাৎ গণতন্ত্র দিন। ‘গণ’ কথার অর্থ মানুষ। আর ‘তন্ত্র’ হচ্ছে শাসন ব্যবস্থা। জনগণের জন্য শাসন ব্যবস্থাই হচ্ছে 'গণতন্ত্র'।
এবার প্রশ্ন হচ্ছে এই ‘গণতন্ত্র’ কি বা কেমন? ‘গণতন্ত্র’ of the people, for
the people and by the people. অর্থাৎ জনগণের
শাসন, জনগণের জন্য শাসন, এবং জনগণের দ্বারা...