Saturday, 24 January 2026

// // Leave a Comment

রাজনীতি সম্পর্কে - মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল

 


রাজনীতি সম্পর্কে - মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল

     আমরা অন্যের দয়ার উপর নির্ভর করে বাঁচিয়া থাকতে চাই না। আমি বুঝি কোন জাতির যদি রাজনৈতিক অধিকার না থাকে- তা হলে সে পৃথিবীতে মানুষের মতো বাঁচিয়া থাকতে পারে না। অর্থ মানুষকে পৃথিবীতে সম্মান দিতে পারে না বা বড়ও করতে পারে না। তাই চাই রাজনৈতিক অধিকার, চাই রাজশক্তি পরিচালনার অধিকার। যাঁরা এই রাজশক্তির অধিকার পেয়েছেন, তাঁরাই বড় হয়েছেন। রাজশক্তি পরিচালনার অধিকার না পেয়ে ইহুদিরা ধনী হইয়াও চিরদিন অন্যের গঞ্জনা সহ্য করিতেছে। এমন কি সমস্ত পৃথিবীতে তাহাদের বাস করিবার স্থানটুকুও নাই।

(তথ্য - মহাপ্রাণ যোগেন্দ্রনাথ বাবাসাহেব আম্বেদকর, লেখক - জগদীশ চন্দ্র মণ্ডল; পৃষ্ঠা ১০৫-১০৬ / জাগরণ, ১৮ জানুয়ারী, ১৯৪)

0 comments:

Post a Comment