Friday 12 February 2016

// // Leave a Comment

সরস্বতীর মন্ত্র ও নারীর অপমান

সরস্বতীর মন্ত্র ও নারীর অপমান
ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
উপরের লাইন দু’টি সরস্বতী পূজার অঞ্জলীর মন্ত্রের প্রথমেই আছে। বিশেষ করে ছাত্র-ছাত্রীরা ও অন্যান্যরা এই অঞ্জলী খুব ভক্তিভরে গদ গদ হয়ে দেন। আমি উপরের লাইন দু’টির কয়েকটি শব্দের একটু ব্যাখ্যা করছি। তারপরে ভেবে দেখবেন আপনারা কি এই কথা জেনেই অঞ্জলী  দিচ্ছেন? না কি  নাজেনেই ভাবে গদ গদ হয়ে দিচ্ছেন?
প্রথম লাইনে আছে-‘কুচযুগশোভিত মুক্তাহারে’
‘কুচ’ অর্থ ‘স্তন (breast), যুগ- জুগল বা জোড়া, শোভিত- শোভা বর্ধণ বা সৌন্দর্য্য প্রকাশ।   এখানে দেবী সরস্বতীর অঞ্জলীতে দেবী সরস্বতীর বর্ণনা এই ভাবে করা হয়েছে –সরস্বতী এমন  দেবী যার  স্তন দুটো শোভা বর্ধন করছে মুক্তার হারে। যে দেবী বীনা দ্বারা রঞ্জিত হয়েছে, হাতে পুস্তক আছে। সেই ভগবতী ভারতী দেবী কে নমস্কার করি।
আমার প্রশ্ন হচ্ছে এই রকম বন্দনা আপনাদের কাছে কতটা শোভনীয়? আর যদি কোন রকম অশোভনীয় না হয় তাহলে আপনারা কেউ কি পারবেন কোন মহিলার রুপের বর্ননা এই ভাবে করতে? আর যদি করেন তাহলে প্রসাদ স্বরূপ চটি  ও অন্যান্য কিছু উপহার পাবেন কি না?
এটা কি সরস্বতী দেবীর এবং নারীর অপমান নয়? ভেবে দেখুন। নির্ণয় আপনার হাতে।  




0 comments:

Post a Comment