
**মহৎ প্রাণ, মহাপ্রাণ**লেখক- জগদীশচন্দ্র রায় (মুম্বাই) মহৎ প্রাণ, মহাপ্রাণ।তুমি জীবনের প্রারম্ভে শুরু করেছ সংগ্রাম দারিদ্রতার বিরুদ্ধে।স্কুল জীবনে তোমাকে গালি খেতে হয়েছেনীচু জাত বলে।তবুও তুমি থেমে যাওনিদারিদ্রতা ও বর্ণবৈষম্যের শৃংখলে।তোমার উদারতা অসহায়কে দিয়েছেনিরাপদ আশ্রয়।তোমার সংগ্রামী নেতৃত্ব,‘মুক’ এর মুখে ফুটিয়েছে ভাষা,নিপীড়িতকে দিয়েছে ভরসা।তাইতো তারা তোমাকে করেছে বিজয়ী কঠোর সংগ্রামের মধ্যে দিয়ে।তুমিও রেখেছ তাদের যোগ্য সম্মানসংবিধান...