Sunday 2 October 2022

// // Leave a Comment

তুমি ছিলে তাই-


 তুমি ছিলে তাই-

তুমি ছিলে তাই, মূলনিবাসীরা স্বাধীনতার স্বাদ পেল না।
তুমি ছিলে তাই, অস্পৃশ্যদের দ্বৈত ভোটের অধিকার দিলে না।
তুমি ছিলে তাই, জাতি আর বর্ণ ব্যবস্থা বেঁচে আছে।
তুমি ছিলে তাই, বর্ণবাদীরা মহা আনন্দেতে আছে।
তুমি ছিলে তাই, বগলে ছুরি মুখে রাম নিয়ে মহাত্মা হওয়া যায়।
তুমি ছিলে তাই, দেশভাগ তোমার লাশের (?) উপরে হয়ে যায়।
তুমি ছিলে তাই, আম্বেদকর পুনাচুক্তিতে খল নায়ক হয়ে যায়।
তুমি ছিলে তাই, অস্পৃশ্যদের সব অধিকার ছিনিয়ে নেওয়া যায়।
তুমি ছিলে তাই, ২ অক্টোবর জাতীয় ছুটি সবাই পায়।
তুমি ছিলে তাই ১৪ এপ্রিলের ছুটি দিতে কেঁদে ভেসে যায়।
তুমি ছিলে তাই, চিত্তরঞ্জনের মাধ্যমে চিঠি যায় গুরুচাঁদের কাছে।
তোমাদের স্বাধীনতা আন্দোলনে যোগ না দেওয়ার উত্তরও ফিরে আসে।
তুমি ছিলে তাই, দেশটা এখনো তোমাকে নিয়ে নাচে।
তুমি ছিলে তাই, বাকিদের নাম ধুয়ে মুছে গেছে।
তুমি ছিলে তাই মহাত্মারা যুগে যুগে আসে যায়।
তোমার কৃপায় পিছিয়ে রাখারা পিছনেই থেকে যায়।
তোমার গুণের মহিমা লিখে শেষ করা নাহি যায়।
পাঠকদের শান্ত করতে এখানেই বিরাম নিতে হয়।

0 comments:

Post a Comment