বাবাসাহেকে সংবিধান সভায় পাঠানো ও সাতটি ভোট
পাওয়ার ইতিহাস
লেখক – জগদীশচন্দ্র রায়
আমরা জানি, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল ও তাঁর সহযোগিদের
অক্লান্ত চেষ্টার ফলে পৃথিবীর অস্টম আশ্চার্য হচ্ছে ১৯৪৬ সালে বাবাসাহবেকে সংবিধান
প্রেরণের ইতিহাস। যেখানে কম করে পাঁচটি ভোটের প্রয়োজন ছিল আর হাতে মাত্র একটি ভোট
ছিল সেখানে বাবাসাবে কীভাবে সাতটি ভোট পান
সেই ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি।
জগদীশ চন্দ্র মণ্ডলের ‘মহাপ্রাণ যোগেন্দ্রনাথ (দ্বিতীয় খণ্ড) পৃ. ৪২ থেকে আমরা জানতে পারি ড.
আম্বেদকরকে যাঁরা ভোট দেন তাঁর হলেন-
১. যোগেন্দ্রনাথ
মন্ডল; এম এল এ (বাখরগঞ্জ দক্ষিণ-পশ্চিম)
২. দ্বারিকনাথ বারুরী; এম এল এ (ফরিদপুর)
৩. গয়ানাথ বিশ্বাস; এম এল এ ময়মন সিংহ পশ্চিম)
৪. নগেন্দ্রনাথ বিশ্বাস; এম এল এ (রংপুর)
৫. ক্ষেত্রনাথ সিংহ; এম এল এ (রংপুর) উভয়
রাজবংশী সম্প্রদায়ভুক্ত।
৬. মুকুন্দ বিহারী মল্লিক; এম এল এ (খুলনা)
সপ্তম জনের নাম পাই চুনীলালা বিশ্বাস এর লেখা বই
‘দলিত জনের সামাজিক ইতিহাস’ বইতে। তিনি হলেন বীর বিরসা; এম এল এ (মুর্শিদাবাদ)। যদিও নিচে দেওয়া ডকুমেন্টে পাই - মালদাহ লেখা)
প্রথমেই এই সপ্তম
ভোট দাতার সম্পর্কে জেনে নিতে চাই। কিন্তু তার আগে আমরা দেখতে চাই শ্রদ্ধেয় জগদীশ
চন্দ্র মণ্ডল কেন সপ্তম জনের নাম উল্লেখ করেনি।
জগদীশ চন্দ্র মণ্ডল তাঁর বই ‘মহাপ্রাণ যোগেন্দ্রনাথ ও বাবা
সাহবে আম্বেদকর’ -এর ১১৮/১১৯ পাতায় ‘কিছু
কথা’ বিষয়ে
লিখেছেন, ‘দিল্লী নিবাসী শ্রীচুনীলাল বিশ্বাস মহাশয়ের “ডঃ আম্বেদকরের অসামান্য
বিজয়” এই শিরোনামের একটি প্রবন্ধ প্রকাশিত হয়। প্রবন্ধকার লিখেছেন- “ঘটনাকাল ১৯৪৬
সালের জুন-জুলাই মাস। এ ইতিহাসের অনেক পার্শচরের মধ্যে আমার নিজেরও একটি
গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে প্রবন্ধটি উত্তমপুরুষে লেখা হল”
“সে সময় আমি ছিলাম
নিখিলবঙ্গ তপশীলী ছাত্র ফেডারেশনের জেনারেল সেক্রেটারী তথা অখিল ভারত তপশীলী ছাত্র
ফেডারেশনের প্রেসিডেন্ট। পরবর্তীকালে বিখ্যাত স্পিকার শ্রীঅপূর্বলাল মজুমদার ছিলেন
নিখিলবঙ্গ ছাত্র ফেডারেশনের প্রেসিডেন্ট। (পৃষ্ঠা-৭৭)
“নাগপুর অখিল ভারত
তপশীলী ছাত্র ফেডারেশনের (দ্বিতীয় বার্ষিক) অধিবেশন অনুষ্ঠিত হয় ২৫, ২৬ ও ২৭
ডিসেম্বর ১৯৪৬। উক্ত অধিবেশনের সংবাদ জাগরণ পত্রিকা ৪র্থ বর্ষ, ২০ ও ২১ সংখ্যা।
৪ঠা মাঘ, শনিবার, ১৩৫৩ সাল, ইংরাজী ১৮ জানুয়ারী ১৯৪৭। প্রকাশ পায় শ্রীচুনীলাল
বিশ্বাস, অখিল ভারত তপশীলী ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক। উক্ত সম্মেলন উপলক্ষে
যে পুস্তক প্রকাশি হয়, (১৯৪৭) তাতে চুনীলাল বিশ্বাসকে প্রাক্তন সাধারণ সম্পাদক বলে
উল্লেখ করা হয়, কোথাও প্রেসিডেন্ট বলে উল্লেখ নাই। কাজেই চুনীলাল বিশ্বাস
নিজে-নিজেকে স্ব-ঘোষিত প্রেসিডেন্ট হিসাবে উল্লেখ করায়, আমরা বিস্মিত হলাম।
“ মহাপ্রাণ
যোগেন্দ্রনাথ,” গ্রন্থের ১৭৬ পৃষ্ঠায় জগদীশচন্দ্র লিখেছেন, “তাঁহাকে (ডঃ আম্বেদকর)
যে সকল এম. এল. এ. ভোট দিয়েছিলেন। গ্রন্থকার মাত্র ছয়টি ভোটদাতার নামের উল্লেখ
করেছন। অথচ আমরা জানি ডঃ আম্বেদকর সাতটি প্রথম ভোট পেয়ে, প্রথম স্থানাধিকারীর গৌরব
অর্জন করেছিলেন।------ সপ্তম
ভোটদাতার নাম শ্রীবীরশা। ইনি ছিলেন কংগ্রেস দ্বারা মনোনীত এবং মুর্শিদাবাদ থেকে নির্বাচিত তপশীলী
সদস্য। ভোটদানের ৩০ মিনিট পূর্বেও তাঁকে কেউ আমরা জানতাম না। (পৃ. ৭৯-৮০)
“Assembly Proceedings, Official
Report. Vol. LXX. 1946. Alphabetical List of Members এবং The
Indian year ‘Book & who’s. 1947. এর Page-91 Bengal
Legislative Assembly- যে নির্বাচিত সদস্যদের তালিকা দেওয়া আছে,
তাতে কোথাও শ্রীবীরশা এক নামটির উল্লেখ নাই।’
উপরে জগদীশ চন্দ্র
মণ্ডল তাঁর বইতে যে কথা লিখেছেন, সে সম্পর্কে আমরা জানলাম। তাঁর শেষ বক্তব্য
হচ্ছে, “শ্রীবীরশা এই নামটির
উল্লেখ নাই।”
পাঠকদের অনুরোধ
করছি, জগদীশ চন্দ্র মণ্ডলের উল্লেখিত সুত্র The
Indian year ‘Book & who’s. 1947. এর Page-91 Bengal
Legislative Assembly. আপনারা google এ গিয়ে search করুন।
আর ৯১ পাতায় গিয়ে একটু খুঁজে দেখুন; পাতাটির মাঝা মাঝিতে ডান দিকে আছে – Bir Birsha.
https://archive.org/details/in.ernet.dli.2015.11657/page/n137/mode/2up
https://archive.org/details/in.ernet.dli.2015.11657/page/n137/mode/2up
তাহলে
আমরা সপ্তম ভোটদাতা সম্পর্কে জানলাম। কিন্তু আমি এখানে থামতে চাই না। বীর বীরশার বিষয় নিয়ে চুনীলাল বিশ্বাস তাঁর বইতে কী
লিখেছেন সে বিষয়ে এবং চুনীলালের কী অবদান ছিল সে বিষয়ে জেনে নেওয়া যাক- “আজকে যা
লিখতে বসেছি তাহা ঠিক যেমন কোন প্রবন্ধ নহে, তেমনি কোন কাহিনীও নয়। ইহা ইতিহাসের
একটি গৌরবময় অধ্যায়। ইহা বাস্তবিক পক্ষে একটি ঐতিহাসিক প্রবন্ধ, যদিও ইহা কোন রাজা
বা রাজ্যের ইতিহাস নয়। ইহার নায়ক হচ্ছেন ড. ভীমরাও আম্বেদকর। ঘটনা কাল হল ১৯৪৬
সালের জুন-জুলাই মাস। এই ইতিহাসের অনেক পার্শ্বচরের মধ্যে আমার নিজেরও একটি
গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে ইহা উত্তম পুরুষে লিখিত হল। তৎকালে আমি ছিলাম নিখিল
বঙ্গ তফসিলী ছাত্র ফেডারেশনের জেনারেল সেক্রেটারী তথা অখিল ভারত তফসিলী ছাত্র
ফেডারেশনের প্রেসিডেন্ট। পরবর্তী কালের বিখ্যাত স্পীকার শ্রীঅপূর্বলাল মজুমদার
ছিলেন নিখিল বঙ্গ ছাত্র ফেডারেশনের প্রেসিডেন্ট।
“দুইটি কারণে
আজকের লেখাটি লিখতে বসেছি। প্রথমত বাবাসাহেবের জন্মশতবার্ষিকীতে তাঁহার জীবনের যে অধ্যায়টি লোকচক্ষুর অন্তরালে
রয়ে গেছে বা ঠিকমত ভাবে প্রকাশিত হয় নাই,
সে বিষয়ে আলোকপাত করা।
“দ্বিতীয়ত
প্রাধিকারী জীবনীকার শ্রীধনঞ্জয় কীর তাঁহার গ্রন্থ Dr. Ambedkar Life and Mission, পৃ. ৩৮২ তে এই অসামান্য বিজয়কে তুচ্ছ তাচ্ছিল্যের মত বিবৃত
করে জনসাধারণের মধ্যে যে ভ্রান্ত ধারণার সৃষ্টি করেছেন তাহা দূর করা। শ্রীকীরের
মতে, “Dr. Ambedkar had
no men in the Bombay Assembly to support his candidature, and so his name was
put up through the Scheduled Castes representation in Bengal Assembly. These
with the backing of Muslim League, he was elected to the Constituent Assembly.”
এই মন্তব্য যে কতখানি ভ্রান্তিপূর্ণ তাহা একটু পরেই বিশ্লেষণ করে
দেখানো হচ্ছে।
“ইহা ছাড়া মহাপ্রাণ যোগেন্দ্রনাথ -প্রথম খণ্ডের লেখক শ্রীজগদীশচন্দ্র
মণ্ডল তাঁর গ্রন্থে সংবিধান সভার সদস্য নির্বাচনের জন্য ড. আম্বেদকরের বেঙ্গল
লেজিস্সেটিভ কাউন্সিলের তফসিলী সদস্যদের দ্বারা নির্বাচন বিষয়টি বিশদভাবে লিখেছেন
বটে, অনেক বিষয়ে অজ্ঞতার পরিচয় দিয়েছেন। এ
বিষয়ে আলোচনা করে প্রকৃত ইতিহাস লেখার দরকার আছে বলে মনে করি।
“শ্রীধনঞ্জয় কীর
মহাশয় লিখবার সময় বোধহয় ভুলে গিয়ে ছিলেন যে কেবল বোম্বাই-এর লেজিস্লেটিভ
কাউন্সিলই নয়- সারা ভারতবর্ষের কোনও লেজিস্লেটিভ কাউন্সিল থেকে যাতে ড. আম্বেদকর
সংবিধান সভার সদস্য না হতে পারেন সে বিষয়ে কংগ্রেস অত্যন্ত বেশি সতর্ক ছিল। দেখা
গেল কংগ্রেস সামান্য ব্যতিক্রম কেবলমাত্র বেঙ্গল লেজিস্লেটিভ কাউন্সিল ছাড়া
ভারতের অবশিষ্ট সমস্ত লেজিস্লেটিভ কাউন্সিলের নির্বাচনী দ্বারাই ড. আম্বেদকরের
বিরুদ্ধে অতি নিপুন কঠোরতার সহিত রুদ্ধ
করে দিয়েছে। সেই সব আইন পরিষদ থেকে নির্বাচিত হবার কোনও সম্ভাবনা নাই। দেখতে পেয়ে,
অবশেষে তাঁহার সব আশার বেঙ্গল লেজিস্লেটিভ কাউন্সিলের দিকে ড. আম্বেদকর অগ্রসর
হলেন। তাঁহার আশা ছিল বেঙ্গল লেজিস্লেটিভ
কাউন্সিলের ইয়োরোপীয় সদস্যদের ভোট তিনি পাবেন এবং তৎসহ বঙ্গীয় তফসিলী ফেডারেশনের
একমাত্র নির্বাচিত প্রতিনিধি শ্রী যোগেন্দ্রনাথ মন্ডলের ভোটটি পেয়ে সহজেই তিনি
নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন। এই সম্ভাবনার পাকাপাকি বন্দোবস্ত করবার জন্য ড.
আম্বেদকর জুন মাসের শেষ দিকে কলিকাতায় আসিলেন। কিন্তু দুর্ভাগ্য বেঙ্গল লেজিস্লেটিভ
কাউন্সিলের ইয়োরোপীয় সদস্যগণ ইতিমধ্যে স্থির করিয়া বসিলেন যে তাঁহারা সংবিধান সভার
সদস্য নির্বাচনে কোন অংশ যেমন গ্রহন করবেন না তেমনি কাউকে ভোটও দিবেন না। ড.
আম্বেদকর তাঁর আশার শেষ দীপশিখাটিকে এইভাবে নির্বাপিত হতে দেখে অতিশয় হতাশা কাতর
হয়ে ভগ্ন হৃদয়ে দিল্লি প্রত্যাবর্তন করিলেন।
“এই ভাবে নিরাশ
হয়ে বাবাসাহেব ফিরে গেলেও নিরাশ হলনা কিন্তু বঙ্গীয় তফসিলী ফেডারেশন তথা নিখিল
বঙ্গ ছাত্র ফেডারেশনের কর্মকর্তা ও কর্মীরা। তাঁহারা প্রতিজ্ঞা করিয়া বসিলেন যে
যেমন করেই হোক না কেন ড. আম্বেদকরকে বেঙ্গল কাউন্সিল থেকে সংবিধান সভার সদস্য নির্বাচিত করাবেনই করাবেন।
“শ্রী ধনঞ্জয় কীর মহাশয় লিখেছন যে মুসলিম
লীগের সাহায্য (with baking of Muslim
League) ড. আম্বেদকর বেঙ্গল থেকে সংবিধান সভার সদস্য নির্বাচিত
হয়েছিলেন তাহা কতদূর সত্য? বর্তমান কালের লেখকদের জানা না থাকলেও তখনকার দিনের
লেখকদের একথা অবশ্যই জানা ছিল যে সে সময় দুই প্রকার নির্বাচনী প্রথার প্রচলন ছিল।
কথা (১) মুসলমানদের জন্য পৃথক নির্বাচন, তথা অবশিষ্টদের জন্য; (২) যুগ্ম-নির্বাচন
প্রথা চালু ছিল। মুসলমানেরা কেবল মাত্র মুসলমানকে সদস্য নির্বাচনের জন্যই ভোট দিতে
পারত, হিন্দু তফসিলী বা অপরাপর ধর্মের লোকদের ভোট দিতে পারতো না। স্পষ্টতই দেখা
যাচ্ছে ড. আম্বেদকর মুসলমান বা মুসলিম লীগের ভোটে সংবিধান সভার সদস্য নির্বাচিত হন
নাই। মুসলিম লীগের সাহায্য বলতে যদি তিনি তাদের moral support অর্থাৎ নৈতিক সমর্থন ও সহানুভূতির কথা বুঝিয়ে থাকেন, তাহলেও বলতে হবে যে
কেবলমাত্র নৈতিক সমর্থন বা মৌখিক সহানুভূতির দ্বারা কাহাকেও নির্বাচিত করা যায় না।
শুধু কথায় চিড়া ভিজান যায় কি? শ্রীধনঞ্জয় কীরের মত একজন প্রাধিকারী জীবনীকারের
পক্ষে এই প্রকার বিভ্রান্তি সৃষ্টিকারী মন্তব্য অবশ্যই নিন্দনীয়। তাহলে বাবাসাহেব ড.
আম্বেদকর সর্বাপেক্ষা বেশি প্রথম (ভোট ৭) ভোট (First preference vote) সাতটি পেয়ে
বেঙ্গল থেকে কীভাবে সংবিধান সভায় সদস্য নির্বাচিত হলেন? সেই কথা বলব বলে আজ ঘটনার চুয়াল্লিষ বৎসর পরে কালি-কলম নিয়ে বসেছি সাতের
দশকে বয়স হওয়া সত্ত্বেও।
“ছাত্র আন্দোলন যে
যুগান্তর ঘটাতে পারে সে কথা আজ কাহারও অবিশ্বাস করবার উপায় নাই। ------চল্লিশের
দশকে নিখিল বঙ্গ তফসিলী ছাত্র ফেডারেশন তখনকার দিনে বাংলা তথা সর্বভারতীয়
রাজনীতিতে এক প্রমুখ ভূমিকা গ্রহণ করে ছিল। সে সময় আমি নিখিল বঙ্গ তফসিলী ছাত্র ফেডারেশনের যেমন ছিলাম জেনারেল
সেক্রেটারী তেমনি ছিলাম নিখিল ভারত তফসিলী ছাত্র ফেডারেশনের প্রেসিডেন্ট। আমাকে
বিভিন্ন সময়ে হিল্লী-দিল্লি করতে হয়েছিল।
“মহাপ্রাণ
যোগেন্দ্রনাথ গ্রন্থের ১৭৬ পৃষ্ঠায় জগদীশচন্দ্র ---- মাত্র ছয়টি ভোটদাতার
নামের উল্লেখ করিয়াছিলেন। অথচ আমরা জানি ড. আম্বেদকর সাতটি প্রথম ভোট পেয়ে প্রথম
স্থানাধিকারীর গৌরব পেয়েছিলেন। ---- আমি এই সপ্তম ভোট দাতার নাম জানাচ্ছি। তিনি
হলেন শ্রীবীরশা। ইনি কংগ্রেসের দ্বারা মনোনীত এবং মুর্শিদাবাদ থেকে তফসিলী সদস্য।
ভোট দানের ৩০ (তিরিশ) মিনিট পূর্বেও
তাঁহাকে কেহই আমরা জানিতামও না চিনিতামও না। সেই কারণে পূর্বে তাঁহার সহিত যোগাযোগ
করা আমাদের পক্ষে সম্ভব হয় নাই।
“১৯৪৬ সালের ১৮ই
জুলাই প্রাতঃ (৯-৩০) সাড়ে নয়টা পর্যন্ত শ্রীবীরশাকে চেনা তো দূরের কথা
তাঁর নামটা পর্যন্ত আমরা কেহই জানিতাম না। সে দিন নিখিল বঙ্গ তফসিলী ছাত্র
ফেডারেশনের অনেক কর্মী সহ আমি ও অপূর্বলাল সদলবলে বেঙ্গল লেজিস্লেটিভ কাউন্সিল ভবনের প্রাঙ্গনে, করিডরে বা আশেপাশে উপস্থিত।
ভোট গ্রহণ শুরু হবে বেলা দশটায় কাউন্সিল ভবনের একটি করিডরে আমি দাঁড়িয়েছিলাম। তখন
সাড়ে নয়টা বাজে। এমন সময় অতি সাধারণ জামা কাপড় পরিহিত নিরীহ গোছের এক ব্যক্তিকে
দেখলাম সদস্যদের হাজিরা রেজিস্টারে নাম সই করতে। তড়িৎ তাঁহার সামনে উপস্থিত হয়ে
ভাববাচ্যে জানতে চাইলাম তিনি হরিজন কিনা। তিনি হরিজন একথা স্বীকার করায় আমি অতি
সংক্ষেপে কিন্তু অত্যন্ত দরদভরা আন্তরিকতার সুরে তাঁহাকে অনুরোধ করিলাম ড. আম্বেদকরকে
তাঁহার প্রথম ভোটটি দিতে। তিনি, আমি, আমরা এবং ড. আম্বেদকর যে একই অস্পৃশ্য জাতির
এবং আমাদের উদ্ধারের জন্যই যে সংবিধান সভার সদস্য নির্বাচন করে তাঁহাকে পাঠান
একান্ত প্রয়োজন এই সব কথা অতি আন্তরিকতার সুরে শ্রীবীরশাকে বুঝাইয়া দিলাম। তাঁহার
সহিত কথা বলার সময় আমাদের একান্ত নৈকট্য ও একাত্মতা স্থাপনের জন্য অতি আপন সম্মোধন
তুমি, তোমরা তোমাকে ইত্যাদি ব্যবহার করেছিলাম।
কাউন্সিল হলে তাঁহার প্রবেশ করবার মুখেই আমাদের এইরূপ আন্তরিকতাপূর্ণ দরদী সুরের
আবেদনে তিনি এতই প্রভাবিত হয়ে পড়লেন যে তৎক্ষণাৎ তিনি আমাকে প্রতিশ্রুতি দিলেন যে
তিনি তাঁহার প্রথম ভোটটি অবশ্যই ড. আম্বেদকরকে দিবেন। তিনি তাঁহার প্রতিশ্রুতি মতই ভোট দিয়েছিলেন। ইহাই হইল ড. আম্বেদকরকে
দেওয়া সপ্তম প্রথম ভোটের ইতিহাস।” (‘দলিত
জনের সামাজিক ইতিহাস’ বিষয়- স্মৃতিচারণ ড. আম্বেদকরের অসামান্য বিজয় তথ্য পৃ.৬৩-৬৮) http://www.mediafire.com/file/rweo0pm3d7wh5w1/দলিত_জনের_সামাজিক_ইতিহাস_-চুনীলাল_বিশ্বাস.PDF
0 comments:
Post a Comment