
নারী দিবসে
কিছু কথা
লেখক-
জগদীশচন্দ্র রায়
প্রবাদ আছে অধিকার কেউ কাউকে দেয়না, অধিকার
ছিনিয়ে নিতে হয়। ৮ মার্চ নারী দিবস। নারীদের অধিকার প্রতিষ্ঠার দিবস।
প্রাচীনকাল থেকে বর্তমানকাল পর্যন্ত ভারতীয়
উপমহাদেশে নারীকে মানবিক অধিকার থেকে বঞ্চিত
করা হয়েছে। তাকে শুধু সন্তান উৎপাদনের যন্ত্র ও ঘরের কাজের লোক হিসাবেই ধরে নেওয়া
হয়েছে। ব্রাহ্মণ্যবাদী শাস্ত্রে নারীকে শুদ্রের স্থান দেওয়া হয়েছে অর্থাৎ...