ডাঃ গুণধর বর্মণের প্রতি-
*শ্রদ্ধাঞ্জলি*
লেখক - তপন মণ্ডল
মহামতি ডাক্তার গুনধর
হল প্রনাম। লহ প্রনাম।
ধন্য কর তোমার দেওয়া
আমাদের মানবিক সংগ্রাম।
দয়া ভিক্ষা করনি কখনও
অধিকার আদায়ের সংগ্রাম
সামাজিক সংগ্রাম অধিকারের
হাতিয়ার বিলিয়েছ অকাতরে।
যারা ঘৃণিত, অস্পৃশ্য, বঞ্চিত,
ক্ষুধার্ত, রুগ্ন, রোগ-শোকে
পশুষ্য জীবনের পথে পথে
অকাতরে ঘুরে ফেরে –অবাঞ্ছিত।
দাসত্বের হাঁড়িকাঠে রেখেছে
মথা- নিশ্চিত মরণের
প্রহর গোনার অভ্যাস।
এই চিরাচরিত সামাজিক
রোগের পশ্চাতে কারণ অনুসন্ধান
আর গবেষণা উন্মোচিত বার বার।
শিখায়েছ বাণীরূপে অনুগামী জনে
চরমতম শত্রু
ব্রাহ্মণ্যবাদই
ধ্বংস করেছে মূল নিবাসী সমাজ।
সব- সবকিছু কেড়ে নিয়েছে নির্মম
নিষ্ঠুর লেলিহান রাহুগ্রাসে
ব্রাহ্মণ্যবাদ বর্জিত ব্রাহ্মণ মানুষ, বন্ধু
মূলনিবাসী সংগ্রামের সাথী নয়, কখনও।
পূর্বজ মহাপূরুষদের ক্যারাভ্যানে
তোমার স্পর্শ সচল করল।
দক্ষ চিকিৎসক হল সমাজ
বিজ্ঞানী আন্দোলনের অগ্রপথিক।
সুদীর্ঘ এগার বছর যাবৎ ‘বঙ্গীয়
বিজ্ঞান পরিষদের’ প্রধান
পরিচালক।
সংসপ্তক, আত্মনিরীক্ষণ পত্রিকার
প্রাণপুরুষ। ‘মৎস্যজীবী ইউনিয়নের’
প্রতিষ্ঠাতা। গড়ে তুললেন ‘বেঙ্গল
শিডিউলড্ কাস্ট ফেডারেশন’
আপন
দক্ষতায়। বাংলায় বামসেফের
দুর্বার গতি সারাজীবনের সাধনার
অনন্য প্রয়াস। পিছড়ে বর্গ থেকে
দলিত থেকে মূলনিবাসী সংগ্রাম
স্থিতি হল বাংলায় ‘মূলনিবাসী
বহুজন সমাজ সঙ্গ’ আর
সর্বভারতীয়
ক্ষেত্রে পশ্চিম ভারতের মান সিংজী
ও বাংলার গুণধর বর্মণকে
সামনে রেখে গঠিত হল
‘সোসাল মুভমেন্ট অফ ইণ্ডিয়া’।
ধ্বনিত হল স্বদেশভূমি
ভারতভূমি আমার দেশ।।
(কাঁথি, 3.2.2018)
0 comments:
Post a Comment