
পুণা-চুক্তির আসল রহস্য ও উদ্দেশ্য
জগদীশচন্দ্র
রায়
২৪শে সেপ্টেম্বর ১৯৩২, ভারতের
ইতিহাসে বঞ্চিতদের কালা দিন। এই দিনে গান্ধিজি পিছিয়ে রাখা শ্রেণির অর্জিত দ্বৈত ভোটাধিকার হরণ করে রাজনৈতিক সংরক্ষণ থোপে দেন। প্রতি বছর এই দিনটি আসে। কিন্তু এই চুক্তির ফলে
বঞ্চিতদের কতটা ক্ষতি হয়েছে, সে ইতিহাস বর্তমানে প্রায়
বিস্মৃতির অতল গহ্বরে তলিয়ে গেছে। কিন্তু এই চুক্তির ফলে যে চামচাদের জন্ম হয়েছিল, তারা
বর্তমানে আরো বেশি শক্তিশালী গোলামে...