বিচার ধারার প্রয়োগ
বাবাসাহেব বলেছেন, - “যিনি
তাঁর দুঃখ থেকে মুক্তি চান, তাঁকে লড়তে
হবে। আর যিনি লড়াই করতে চান তাঁকে পড়তে হবে। কারণ জ্ঞান বিনা লড়াই করতে গেলে পরাজয়
নিশ্চিত।” শিক্ষা দু’প্রকার। এক
প্রকার হচ্ছে- যিনি স্কুল কলেজের শিক্ষা গ্রহণ করেন। অর্থাৎ Academic Education. আর দ্বিতীয়
প্রকার হচ্ছে- নিজের সঠিক ইতিহাস জানার শিক্ষা । অর্থাৎ Social Education. বাবাসাহবে বলেছেন,-“যে তার ইতিহাস জানেনা,
সে তার ভবিষ্যতের পরিবর্তন করতে পারেনা।” নিজের সঠিক ইতিহাস না জানার জন্য
ভারতের মূলনিবাসীরা নিজেদেরকে শূদ্র(নীচ্) মনে করে ব্রাহ্মণ্যবাদীদের শোষণ
স্বীকার করে নিয়েছে। এর জন্য যখনই এরা কোন লড়াই করে, তখনই হেরে যায়। আমাদের চার পাশের কম
লেখাপড়া লোকেরা শ্রমিক মানসিকতার লোক। যারা নিজেদের শূদ্র মনে করে। তাদের যতই
বোঝানো হোক না কেন বুঝতে চায় না। আর যারা স্কুল-কলেজের পাঠ্যক্রমের মধ্যে নিজের শিক্ষাকে
সীমিত করে রেখেছে, তারা জেনে না জেনে
ব্রাহ্মণ্যবাদের কাঠের পুতুল হয়ে রয়েছে চাকরীর ক্ষেত্রে, বিবাহ, শ্রাদ্ধ (শ্রদ্ধা) ও
রাজনীতি বা যে কোন ধর্মীয় অনুষ্ঠান বা ক্রিয়া-কর্মের ক্ষেত্রে। এই জন্য বাবাসাহেব বলেছেন,-“আমার
মতে প্রকৃত শিক্ষিত তিনি, যিনি শত্রুকে চেনেন।” আপনাদের শত্রু প্রতিবারই রূপ আর নাম পরিবর্তন
করে আপনাদের নাচিয়ে চলেছে। আর আপনারা প্রত্যেকবার ধোকা খাচ্ছেন; কখনও দেবতার নামে,
তো কখনও ধর্মের নামে। আবার কখনও আইনের নামে তো কখনও পাপ পূণ্যের নামে; আবার কখনও
দেশভক্তির নামে।
আপনি যতক্ষণ নিজে এই সব কিছুর মূল তত্ত্বকে বুঝতে না
পারছেন ততক্ষণ কেউই আপনাকে বোঝাতে পারবেন
না। আর আপনি ব্যক্তিগত দিক থেকে মানষিক গোলামী থেকে মুক্ত হয়ে স্বাধীন হ’তে পারবেন
না। যার জন্য গৌতমবুদ্ধ বলেছেন,-“আত্মদীপ ভব।” অর্থাৎ আপনার অন্তরাত্মাকে
আপনি নিজেই প্রজ্বলিত করুন। নিজে জানো, বিচার করো এবং অগ্রসর হও। ডাঃ আম্বেদকর,
গৌতমবুদ্ধ বা অন্য কোন মনীষীর ফটো থেকে কিছুই পাওয়া যাবেনা। আপনি সারা দিন রাত
ফটোর সামনে বসে যতই কামনা করুন কিছুই পাওয়া যাবেনা। যদি কিছু পেতে চান, তাহলে ঐ
মহামানবদের জীবন ও কর্ম থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে তার প্রয়োগ করুন। এই
শিক্ষার ফল ব্রাহ্মণ্যবাদীরা বুঝতে পেরেছ বলে তারা ভয়ে মুষড়ে থাকে। এই জন্য যে,
যেকোন প্রকারে যেন এই মহামানবদের বিচার ধারা আদর্শ সাধারণ মানুষের মনের মধ্যে প্রবেশ
না করে।
আপনাদের প্রগতি করতে হ’লে এই মহামানবেদের বিচারধারাকে নিজের জীবন ও কর্মে
প্রতিফলন ঘটাতে হবে। আর ব্রাহ্মণ্যবাদের প্রতি তিব্র ঘৃণা করতে হবে। তাহলে আপনাদের
প্রগতি ও কল্যান হবে।
নতুন বিচারধারাই আপনাকে মঞ্জিল
পর্যন্ত পৌঁছে দেবে।
____________________________
0 comments:
Post a Comment