
মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের জীবন ও কর্ম
লেখক- জগদীশচন্দ্র রায়
এই পৃথিবীতে
এমন অনেক মহামানব জন্ম গ্রহণ করছেন, যাঁরা দেশ ও জাতির জন্য উৎসর্গীকৃত প্রাণ। যাঁদের
জীবনের ব্রতই মানুষের কল্যান করা। যদিও সেই মহামানবদের অবদানকে তাঁর দেশবাশি বা তাঁর
সমাজ অজ্ঞানতার কারণে স্বীকার করতে কুন্ঠাবোধ করে। তবে সেই মহামনবদের অবদানের সুফল
গ্রহণ করতে কখনো কুন্ঠাবোধ করেনা। এমনি এক মহামানব হচ্ছেন, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল।
যিনি...