
ভীমা কোরেগাঁও ১৮১৮ এর ১লা জানুয়ারী বিজয় দিবস
লেখক- জগদীশচন্দ্র রায়
এই ঘটনা ১৯০০ শতাব্দীর প্রথম দিকের কথা।
ভারতের অচ্ছুৎ জাতির মধ্যে এক জাতি হচ্ছে মাহার (তপশিলি) যাদের বিরুদ্ধে পেশোয়া
অর্থাৎ মহারাষ্ট্রের পুনের ব্রাহ্মণরা ‘মার্শাল ল’ চালু করেছিল। সেটা হচ্ছে-
এই মাহারদের গলায় মটকা বা হাড়ি বেঁধে রাখতে হবে থুথু ফেলার জন্য, আর পিছনে ঝাড়ু বেঁধে
রাখতে হবে রাস্তা দিয়ে চলার পরে যেন পায়ের
দাগ মিশে যায় ঝাড়ুতে,...